দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:৩৫

উচ্ছ্বসিত মেহজাবীন

আফ্রিকা ও আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসব কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবারে শুরু হচ্ছে ১৩ নভেম্বর থেকে মিশরের কায়রো অপেরা হাউজে। চলবে ২২ নভেম্বর পর্যন্ত। এবার বাংলাদেশের অংশগ্রহণও হয়েছে এই উৎসবে, যেখানে বিশ্বের প্রখ্যাত নির্মাতা, প্রযোজক ও শিল্পীরা অংশ নিচ্ছেন। উৎসবের ৪৫তম আসরের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে অফিসিয়ালি নির্বাচিত হয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’, যার ইংরেজি নাম ‘Whispers of a Thirsty River’।

 

চরকি কো-প্রোডাকশন এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন শঙ্খ দাসগুপ্ত ও আবু সাঈদ রানা, এবং পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত। মেহজাবীন চৌধুরী বলেন, “কাজের সময় তো ফেস্টিভ্যালের কথা মাথায় থাকে না, তবে যখন জানলাম যে আন্তর্জাতিক উৎসবগুলোতে সিনেমাটি নির্বাচিত হয়েছে, তখন অনেক ভালো লাগছে। আমি ‘মালতী’ চরিত্রে অভিনয় করেছি, এবং সেটা এখন কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হচ্ছে, যা আমার জন্য অনেক বড় একটি অর্জন। আমি অপেক্ষায় আছি সেই মাহেন্দ্রক্ষণের। সিনেমাটি আমি কাজ করেছি মূলত এর ইউনিক প্লটের কারণে, এবং টিমের সবার সহযোগিতায়। বিদেশী দর্শকরা সিনেমাটি দেখবে, এই চিন্তা আমাকে বেশ উচ্ছ্বসিত করছে, তবে সবচেয়ে খুশি হবো যদি দেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারেন।”

 

কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে ‘প্রিয় মালতী’ সিনেমার ৪টি প্রদর্শনী রয়েছে। এর মধ্যে ২টি দর্শকদের জন্য, ১টি প্রেস শো এবং আরেকটি জুরি সদস্যদের জন্য হবে। মেহজাবীন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট