দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৫০

“একটি জাতি চোখ থাকতেও অন্ধের মতো”

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, যেখানে তিনি তার মনের কথা শেয়ার করেন ভক্ত-দর্শকদের সঙ্গে। এবার তিনি বাঙালির স্বভাব ও আচরণ নিয়ে একটি পোস্ট করেছেন। সেখানে আফজাল লিখেন, “আজকালকার মানুষরা নিজেদের বিচারে নিজেই ঠিক করে নেয়, কে ভালো আর কে মন্দ। শুধুমাত্র নিজের, নিজ গোষ্ঠী ও স্বার্থের মানুষেরাই তাদের ভালো লাগে। অন্যদের তারা নন্দ ঘোষের মতো খারাপ মনে করে এবং ভাবে, তাদের দোষেই দেশ, সমাজ ও মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।”

 

আফজাল আরও বলেন, “অর্ধশতাব্দী ধরে একটা জাতি চোখ থাকতেও অন্ধের মতো জীবন কাটাচ্ছে। তারা যেটা দেখতে চায়, সেটা দেখে, যা দেখতে চায় না- তা উপেক্ষা করে। তারা যা বুঝে, তা নিজের সুবিধামতো মনে করে। এমনকি খুশি হওয়ার মতো কিছু ঘটলেও তারা মুখ বেজার করে রাখে, কারণ তারা মনে করে খুশি হওয়া উচিত নয়। স্বার্থপর চিন্তা এবং চরিত্র কখনোই ভালো ফল দেয় না।”

 

আফজাল হোসেন আরো লিখেছেন, “পিছন ফিরে তাকালে নিজেদের স্বভাবের খারাপ দিকগুলো স্পষ্টভাবে দেখা যায়। দেশে বিশেষ হয়ে উঠবার একঘেয়ে ফর্মুলা হয়ে দাঁড়িয়েছে- আমি ভালো, তুমি খারাপ। দেশ স্বাধীন হওয়ার পর থেকে যারা শাসনক্ষমতায় এসেছে, তারা সবাই একই ভাবনা নিয়ে কাজ করেছে- আমি ভালো, তুমি খারাপ।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট