দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৪০

হিট সিনেমার নায়িকা থেকে ধর্মপ্রাণ সন্ন্যাসিনী”

নব্বইয়ের দশকে ‘করণ অর্জুন’, ‘ঘাতক’, ‘তিরঙ্গা’সহ একাধিক হিন্দি ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন মমতা কুলকার্নি। একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে ক্যারিয়ারে সাফল্যের শিখরে পৌঁছান তিনি। তবে, সাফল্যের পাশাপাশি বিতর্কেরও শিকার হন। মায়ের স্বপ্ন পূরণ করতে মডেলিংয়ে নামেন মমতা, এবং তার সৌন্দর্য্যের কারণে মডেলিং জগতে খুব দ্রুত পরিচিতি লাভ করেন। ১৯৯১ সালে ‘নানবারগাল’ নামে তামিল ছবিতে তার অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এরপর ‘মেরা দিল তেরে লিয়ে’ এবং ‘তিরঙ্গা’-তে অভিনয়ের পর আর পেছনে তাকাতে হয়নি। একের পর এক হিন্দি ছবিতে অভিনয় করে সুপারহিট নায়িকা হিসেবে পরিচিতি পান।

 

এক সময়ের জনপ্রিয় পত্রিকার প্রচ্ছদের জন্য সাহসী একটি ছবি তোলেন মমতা, যা প্রকাশের পর বলিপাড়ায় সমালোচনার সৃষ্টি করে। পরিস্থিতি মোকাবিলার জন্য জনসমক্ষে ক্ষমা চাইতে হয় তাকে এবং আদালতে ১৬ হাজার টাকা জরিমানাও দিতে হয়। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘চায়না গেট’-এর শুটিং চলাকালীন পরিচালক রাজকুমার সন্তোষীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন মমতা। এই ঘটনা পর মমতার চলচ্চিত্র ক্যারিয়ার ধীরে ধীরে অবনতি হতে থাকে। ২০০২ সালে ‘কাভি তুম কাভি হম’-এ তার শেষ অভিনয় দেখা যায়, তারপর তিনি একেবারে আড়াল হয়ে যান।

 

চার বছর পর মমতার নাম উঠে আসে মাদক পাচারকাণ্ডে। ভিকি গোস্বামী নামক এক মাদক পাচারকারীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে এবং ২ হাজার কোটি টাকার মাদক পাচারের সাথে তার নামও জড়ায়। অভিযোগের পর মমতা দাবি করেন, তাকে অকারণে ফাঁসানো হচ্ছে। এরপর দুবাই চলে যান তিনি। ভিকি পাঁচ বছর জেলে থাকার পর ২০১৩ সালে মমতা এবং ভিকির বিয়ের খবর শোনা যায়। ২০২২ সালে এক ভিডিওতে সন্ন্যাসিনীর বেশে মমতা জানান, তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন না এবং ভিকিকেও বিয়ে করেননি। তিনি ধ্যানজ্ঞানে মন দিয়েছেন এবং ১২ বছর ধরে ধ্যান করছেন। সেই ভিডিওর পর আবারও নিখোঁজ হয়ে যান মমতা। বর্তমানে তার অবস্থান এবং কর্মকাণ্ড সম্পর্কে কেউ কিছু জানেন না।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট