দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ২৩:২২

শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন শাকিব খান।

শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বর্তমানে ভারতের মুম্বইয়ে ‘বরবাদ’ ছবির শুটিং করছিলেন তিনি, যে সময় দুর্ঘটনার কবলে পড়েন। শুক্রবার শুটিং চলাকালে দরজায় ধাক্কা লেগে শাকিবের ভ্রু-র উপরে কেটে রক্তাক্ত হন। পরবর্তীতে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেন। তবে, সেই নির্দেশ অমান্য করে শাকিব রাত ১২টা পর্যন্ত শুটিং চালিয়ে যান।

 

সিনেমার পরিচালক মেহেদী হাসান জানান, আঘাতটি শাকিবের চোখে কোন ক্ষতি করেছে কিনা, তা জানতে দ্রুত সিটি স্ক্যান করানো হয়। ফলাফল সন্তোষজনক হওয়ায় চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দেন এবং ব্যথা কমানোর জন্য ওষুধ দেন। আহত হওয়ার পর শাকিব ইলোরা স্টুডিয়োয় পরবর্তী শুটিংয়ে যোগ দেন এবং জানান যে, আঘাত তেমন গুরুতর নয় এবং শুটিংয়ে কোনো অসুবিধে হয়নি। পরবর্তীতে শাকিব তার পূর্ব নির্ধারিত শুটিং সূচি অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী