দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ২৩:১৯

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী আফরোজা হোসেন।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আফরোজা হোসেন মারা গেছেন। আজ ভোর ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেত্রী মনিরা আক্তার মিঠু সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আফরোজা হোসেনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন আফরোজা হোসেন, এবং জরায়ুমুখ ক্যানসার ধীরে ধীরে মেরুদণ্ড থেকে হাড়ে ছড়িয়ে পড়ে। অবশেষে ক্যানসারের কাছে হার মেনে চলে যান তিনি। মনিরা মিঠু তার সঙ্গে আফরোজার তোলা কিছু ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, “ইন্না লিল্লাহি…রাজিউন। আফরোজা হোসেন আর নেই। আজ ভোর ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।” আবেগঘন পোস্টে তিনি আরও লেখেন, “আপা, আমি এখন তিনবেলা ফোনে কার সঙ্গে কথা বলবো? আমাকে কে সাহস দিবে? তোমার সন্তান নাঈমকে আমি কীভাবে সান্ত্বনা দিব?”

 

উল্লেখযোগ্য, আফরোজা হোসেন ১৯৮০ এবং ১৯৯০ এর দশকে বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে একটি পরিচিত মুখ ছিলেন। তার ক্যারিয়ার শুরু হয়েছিল টেলিভিশন নাটকের মাধ্যমে, এরপর তিনি চলচ্চিত্রেও নিয়মিত কাজ করেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী