দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:২৫

ক্ষোভে পরিণত হয়েছে উন্মাদনা।

শাকিব খান অভিনীত ছবি ‘দরদ’ মুক্তি পাচ্ছে ১৫ই নভেম্বর, কিন্তু ছবির মুক্তি নিয়ে শুরু হয়েছে নাটকীয়তা। শাকিব ও তার ভক্তদের মধ্যে ছিল চরম উন্মাদনা, কারণ ঈদের বাইরে দীর্ঘ সময় পর শাকিবের ছবি মুক্তি পেতে যাচ্ছে। শাকিব ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছিল তুঙ্গে। তবে, গত কয়েকদিনে সেই উচ্ছ্বাস হতাশা ও ক্ষোভে রূপ নিয়েছে। কারণ মুক্তির মাত্র ৫ দিন আগে পর্যন্ত ‘দরদ’ ছবির কোনো গানও মুক্তি পায়নি। একাধিকবার পরিচালক ঘোষণা দিলেও তা বাস্তবায়িত হয়নি।

 

শুরুতে নির্মাতা প্রচারণার ব্যাপারে তুমুল উদ্যোগ নিলেও সেটি পরে কমে গেছে। শাকিব এবং তার বিশাল ভক্তবৃন্দ প্রথমদিকে প্রচারণায় অংশ নিলেও এখন আর তেমন কোনো গতি দেখা যাচ্ছে না। এ কারণে শাকিব ভক্তদের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পেয়েছে, এবং পরিচালক অনন্য মামুনের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য বেড়ে গেছে বিভিন্ন ফেসবুক গ্রুপে। অনেক ভক্ত মনে করছেন, অনন্য মামুন প্রচারণার ব্যাপারে ব্যাপকভাবে পিছিয়ে গেছেন এবং ছবির বিষয়ে শুধু আশাই দিয়েছেন।

 

একজন শাকিব ভক্ত অনন্য মামুনের কাজ নিয়ে লিখেছেন, “ভাবতে পারিনি আপনি চাপাবাজির লিমিট ছাড়িয়ে যাবেন,” আরেকজন লিখেছেন, “রায়হান রাফী থেকে শিখে আসেন প্রমোশন কীভাবে করে।” অনেকেই ব্যঙ্গ করে মন্তব্য করেছেন, “ছবি মুক্তির আগে অনন্য মামুন আর বেঁচে নেই।”

 

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, শাকিব ভক্তদের এই ক্ষোভের প্রভাব ‘দরদ’-এর মুক্তির ওপর পড়তে পারে, এবং অনেকেই ছবিটি বয়কটের ঘোষণা দিয়েছেন। তবে, এসব নিয়ে এখন পর্যন্ত পরিচালক মামুনের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। এদিকে, শাকিব বর্তমানে ভারতে তার পরবর্তী ছবি ‘বরবাদ’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট