দ্যা নিউ ভিশন

এপ্রিল ১২, ২০২৫ ১১:২১

“সাংস্কৃতিক আন্দোলন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন”

কোটা আন্দোলন থেকে শুরু করে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরও সোশ্যাল মিডিয়ায় তার উপলব্ধি শেয়ার করছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সম্প্রতি তিনি মন্তব্য করেন, বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন সময়ের সঙ্গে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর কারণ হিসেবে তিনি বলেন, আওয়ামী লীগের বি-টিম হিসেবে কাজ করতে করতে সম্মিলিত সাংস্কৃতিক জোট, গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং শর্ট ফিল্ম ফোরাম নতুন প্রজন্মের কাছে এখন আর প্রাসঙ্গিক নয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, “একবার ভাবুন, হিটলারের শাসনামলে যদি কোনো শিল্পী হিটলারের মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদ না করে, বরং তার গাছের গোড়ায় পানি ঢালত, তাহলে ইতিহাস তাকে কীভাবে বিচার করতো?” ফারুকী আরও বলেন, “আপনি আওয়ামী লীগ বা বিএনপি সমর্থক হতে পারেন, কিন্তু একজন শিল্পী হিসেবে কোনোভাবেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গণহত্যা, গুমের মতো অপরাধে যুক্ত ফ্যাসিস্টদের পক্ষ সমর্থন করতে পারেন না, কিংবা ফ্যাসিজমের পক্ষে সম্মতি সৃষ্টি করতে পারেন না।” তিনি আরও মন্তব্য করেন, “রক্তের দাগ এখনো শুকায়নি, খুনির বিচার শুরু হয়নি, অথচ নানা জায়গায় উস্কানি দিয়ে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। আপনি যদি খুনির ফোনালাপ শোনেন, দেখবেন সে অনুতপ্ত না হয়ে আরও খুন করার জন্য উস্কানি দিচ্ছে। বিপ্লবের পর কুলিং পিরিয়ডটা পার হতে দিতে হয়। না হলে এই অবস্থায় আমি লিবারাল ক্রিটিকের স্পেস কীভাবে আশা করতে পারি?”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী