দ্যা নিউ ভিশন

এপ্রিল ১২, ২০২৫ ১১:২১

আথিয়ার নতুন অধ্যায়

বিয়ের দুই বছর পর সুখবর দিলেন আথিয়া শেঠি। মা হতে চলেছেন অভিনেত্রী, এবং তার ও ক্রিকেটার কে এল রাহুলের জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তাদের পরিবারে আসছে একটি ছোট সদস্য। গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এই খুশির খবর জানান তারা। এদিকে, ক্রিকেটের ময়দানে রাহুলের ফর্ম কিছুটা খারাপ হলেও ব্যক্তিগত জীবনে আথিয়ার সঙ্গে নতুন ইনিংস শুরু করেছেন তিনি। আগে অনেকবার তাদের পরিবারে নতুন অতিথি আসার গুঞ্জন উঠেছিল, কিন্তু এবার সেই গুঞ্জন সত্যি হলো। আথিয়া ও রাহুল উভয়ই একই পোস্ট শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়, যেখানে তারা জানিয়েছেন, তাদের জীবনে নতুন একটি সুন্দর সদস্য আসছে। তাদের সন্তানের জন্ম হবে ২০২৫ সালে।

 

নাতি বা নাতনি, সুনীল শেঠি এখন আনন্দে ভাসছেন। মেয়ে-জামাইকে অভিনন্দন জানিয়েছেন তিনি, এবং সোশ্যাল মিডিয়ায় সবাই তাদের এই সুখবরকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।

 

উল্লেখ্য, ২০১৯ সালে রাহুল ও আথিয়া একে অপরকে ভালোবাসা দেওয়া শুরু করেছিলেন। যদিও তারা কখনো সরাসরি নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে জানাননি, তবে তাদের একসঙ্গে সময় কাটানোর ছবি সামাজিক মাধ্যমে শেয়ার হয়। ২০২৩ সালের ২৩শে জানুয়ারি তাদের প্রেম পরিণতি পায়, এবং সেদিনই তারা গাঁটছড়া বাঁধেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী