দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ০০:৫৪

জনপ্রিয় গায়িকা বেবী নাজনীন কাল ঢাকায় ফিরছেন

বেবী নাজনীন, যিনি ব্ল্যাক ডায়মন্ড নামে পরিচিত, দীর্ঘ সময় পর প্রবাস জীবনের শেষে ঢাকায় ফিরছেন। আমেরিকার নিউ ইয়র্কে দীর্ঘদিন থাকার পর তিনি ১০ নভেম্বর, রোববার সকাল ১০টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। ২০১৬ সালের পর আওয়ামী শাসনের অধীনে নিজের সংগীত ক্যারিয়ার পরিচালনায় বার বার বাধাগ্রস্ত হন বেবী নাজনীন। বাংলাদেশে বেতার, টেলিভিশন ও মঞ্চে কাজ করতে না পেরে, তিনি বিদেশে গিয়ে সংগীতচর্চা চালিয়ে যান। তবে বিদেশে তার সংগীতকর্ম ছিল বাধাহীন এবং প্রবাসী বাংলাদেশিদের মাঝে তিনি ছিলেন ব্যাপক জনপ্রিয়। তার সংগীতকর্মে কোনো সীমাবদ্ধতা ছিল না, বিশেষ করে আমেরিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে তিনি সফলভাবে গান পরিবেশন করেছেন।

 

সাড়ে চার দশকের ক্যারিয়ারে আধুনিক বাংলা সংগীতের একাধিক অডিও অ্যালবাম ও দ্বৈত গান উপহার দিয়েছেন বেবী নাজনীন। তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে “মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে”, “এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল”, “কাল সারা রাত ছিল স্বপনেরও রাত”, “প্রিয়তমা”, এবং আরও অনেক বিখ্যাত গান। ভারতীয় সংগীতশিল্পী আশা ভোঁশলে, বাপ্পি লাহিড়ী, কুমার শানু ও কবিতা কৃষ্ণামূর্তির সঙ্গে তার একাধিক অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী