দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:১২

ভালো নেই ফাতিমা

বিভিন্ন সময়ে আমির খানের ‘দঙ্গল’ কন্যা ফাতিমা সানা শেখ খবরের শিরোনামে উঠে এসেছেন। তবে এবার তিনি ভিন্ন কারণে সংবাদে এসেছেন—অভিনেত্রী ‘এপিলেপ্সি’ বা মৃগী রোগে আক্রান্ত হয়েছেন। নিজের অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন ফাতিমা। অভিনেত্রী বলেন, তিনি ভালো নেই। ‘দঙ্গল’ ছবির শুটিংয়ের সময় প্রথমবার মৃগী রোগ ধরা পড়ে। প্রতি সপ্তাহে দু-একদিন তার মধ্যে এই রোগের উপসর্গ দেখা দেয়, আর বর্তমানে তার চিকিৎসা চলছে।

 

ফাতিমা জানান, শুরুতে বিষয়টি বিশ্বাসই করতে পারেননি। নিজের স্নায়ুবিক সমস্যা স্বীকার করতে তিনি দ্বিধায় ছিলেন এবং শুরুতে কোনো ওষুধও নেননি। তিনি বলেন, “আমি মৃগী রোগের ওষুধ ঠিকমতো খেতাম না, তাই খিঁচুনি হওয়াটা স্বাভাবিক। কখনো ওষুধ খেতে চাইনি। শুধু মানুষের সঙ্গে নয়, নিজের শরীরের সঙ্গেও যুদ্ধ করেছি। মনে করতাম, স্বাভাবিক জীবনযাপনের জন্য এসবের কোনো প্রয়োজন নেই।”

 

ফাতিমা আরও বলেন, “অনেকে মনে করেন, জুতোর গন্ধ শুঁকিয়ে মৃগী আক্রান্ত রোগীর সংজ্ঞা ফেরানো সম্ভব, যা একেবারেই ভুল ধারণা। একবার আমার পরিবারও এই টোটকা প্রয়োগ করেছিল, তবে এটা একেবারেই নিরাপদ নয়—বিশ্বাস করুন, কারও সঙ্গে এমন করবেন না।”

 

এই অসুস্থতার কারণে ফাতিমা এখন আর কোনো পার্টিতে অংশ নেন না। তিনি বলেন, “আমি খুব ভয় পেতাম, যদি কখনো লোকজনের সামনে খিঁচুনি শুরু হয়। এমন পরিস্থিতিতে নানা ধরনের কথা শুনতে হয়।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট