দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৩২

যুদ্ধ জয়ের গল্প

ক্যান্সারের বিরুদ্ধে সেই যুদ্ধের দিনগুলো আজও মনিষা কৈরালার স্মৃতিতে উজ্জ্বল। কঠিন সময়ের মধ্য দিয়ে ফিরে আসা, আবার অভিনয় জগতে পদার্পণ—সব কিছুই যেন ছিল এক অসম্ভব লড়াই। তবে সেই সময় তিনি ভাবতেও পারেননি যে, একদিন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী শেয়ার করেছেন সেই যুদ্ধে জয়ের কাহিনী।

 

২০১২ সালে জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হন মনিষা। ক্যান্সারের খবর শুনে তাঁর পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। তিনি মনে করেছিলেন, হয়তো আর বেশিদিন বাঁচবেন না। মনিষা বলেন, “২০১২ সালে জরায়ুর ক্যান্সার ধরা পড়ে। আমি জানতাম না, আমি তৃতীয় পর্যায়ের ক্যান্সারে আক্রান্ত। তখন নেপালে ছিলাম। খুব ভয় পেয়েছিলাম। হাসপাতালে বেশ কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলার পর মনে হয়েছিল, হয়তো আর বাঁচব না।”

 

চিকিৎসার জন্য নিউ ইয়র্কে গিয়েছিলেন তিনি। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর, ১১ ঘণ্টার অস্ত্রোপচার সফল হয় এবং এরপর কেমোথেরাপি শুরু হয়। ধীরে ধীরে তিনি সুস্থ হতে শুরু করেন। মনিষা বলেছিলেন, “আমার মা নেপাল থেকে রুদ্রাক্ষ নিয়ে এসেছিলেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়ে সেই রুদ্রাক্ষ চিকিৎসককে দিয়েছিলেন। আমি জানি না, অস্ত্রোপচারের সময় কীভাবে তা সঙ্গে রেখেছিলেন। কিন্তু অস্ত্রোপচার সফল হওয়ার পর চিকিৎসক অবাক হয়েছিলেন। আমি চিকিৎসায় সাড়া দিচ্ছিলাম এবং এইভাবে আমি একটি বড় যুদ্ধ জয় করি।”

 

অনেক দিন পর, সঞ্জয় লীলা বানসালীর ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’তে মনিষা অভিনয় করেছেন। তবে ক্যান্সারের কারণে আগের মতো কাজের গতি ধরে রাখতে পারেননি। তিনি বলেন, “কখনো কখনো মানসিকভাবে অস্বস্তি অনুভব করতাম। ‘হীরামন্ডি’ করতে গিয়ে আমার মেজাজ প্রায়ই খারাপ হয়ে যেত, তবে পরিচালকের সাহায্যে কাজটি সম্পন্ন করি। পরে ‘হীরামন্ডি’ ব্যাপক প্রশংসিত হয়।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট