সংগীত পরিচালক ও গায়ক সৈয়দ নাফিস, যিনি জাহিদ প্রীতমের ‘বুক পকেটের গল্প’ নাটকের আবহ সংগীত দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন, সম্প্রতি ‘তিলোতমা’ ওয়েব ফিকশনে কাজ করেছেন। সেখানে গানটির সুর ও সংগীতায়োজনের পাশাপাশি কণ্ঠও দিয়েছেন এবং প্রশংসিত হয়েছেন। এবার তিনি নতুন গান নিয়ে হাজির হয়েছেন, যার নাম ‘প্রেমের মতন লাগে’। এই গানে নাফিসের সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন গায়িকা মৌমিতা বড়ুয়া।
গানটি সম্প্রতি মুক্তি পেয়েছে, এবং এটি জাহিদ প্রীতমের পরিচালনায় বিঞ্জ প্ল্যাটফর্মে প্রচারিত ৬ পর্বের সিচুয়েশন কমেডি ‘ফ্রেঞ্জি’ এর প্রথম গান। গানটির কথা, সুর এবং সংগীতায়োজন করেছেন সৈয়দ নাফিস। নাফিস গানটি সম্পর্কে বলেন, “আমি স্ক্রিপ্ট এবং ডিরেক্টরস কাট দেখে গান লিখতে বসি। কখনও আগে থেকেই গানের আদল থাকে, কিন্তু যখন গানের কথা, সুর, গায়কী, সংগীতায়োজন এবং ফুটেজ এক হয়ে যায়, তখন পুরো বিষয়টি জীবনের থেকেও বড় মনে হয়। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।”
গায়িকা মৌমিতা বড়ুয়া বলেন, “এটি একেবারে আলাদা অনুভূতির একটি ভালোবাসার গান। গানের কথা, সুর, সংগীত এবং দৃশ্যায়ন সব মিলিয়ে আমি বিশ্বাস করি, গানটি সবার কাছে অন্যরকম ভালো লাগবে।”