দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৫৩

মামলা প্রসঙ্গে যা বললেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছেন প্রযোজক সিমি ইসলাম কলি। মামলাটি করা হয়েছে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে, যার নম্বর ১১৩৬/২০২৪। ২৪ অক্টোবর দায়েরকৃত এই মামলায় অপু বিশ্বাস ছাড়াও ১ নম্বর আসামি করা হয়েছে ইউটিউব চ্যানেলের ব্যবস্থাপক জাহিদুল ইসলাম আপনকে এবং ৩ নম্বর আসামি হিসেবে যুক্ত করা হয়েছে ইউটিউবার হিরো আলমকে।

 

প্রযোজক সিমির অভিযোগ, অপু ও আপনার দ্বারা তার ইউটিউব চ্যানেল হ্যাক করা হয়। সিমি এর আগে লালবাগ থানায় সাধারণ ডায়েরি করেন এবং চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির মাধ্যমে সমঝোতার চেষ্টা করেন। তবে সমাধান না হওয়ায় আদালতের দ্বারস্থ হন তিনি।

 

অপু বিশ্বাস এই মামলার বিষয়ে বলেন, “এটা অনেক আগের ঘটনা। তিনি (সিমি) হঠাৎ কেন আবার এ নিয়ে কথা বলছেন, বুঝতে পারছি না। আমি বিষয়টি নিয়ে অবগত ছিলাম না। আমার অ্যাডমিন এসব দেখাশোনা করেন।”

 

সিমির মামলায় আরও অভিযোগ রয়েছে যে, গত বছরের আগস্টে অপু ও জাহিদুল ইসলামের মাধ্যমে তার ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়। চ্যানেল ফেরত দিতে অপু বিশ্বাসের পক্ষ থেকে ১০ লাখ টাকা দাবি করা হয়। পরে দর কষাকষির পর ৫ লাখ টাকা পরিশোধ করেন সিমি, তবে তার চ্যানেলের ভিডিওগুলো মুছে দেওয়া হয়। বিষয়টি চলচ্চিত্র প্রযোজক সমিতিতে জানানো হলেও কোনো সমাধান না হওয়ায় শেষমেশ মামলা করতে বাধ্য হন সিমি।

 

অপু বিশ্বাস এই বিষয়ে আরও বলেন, “ইন্ডাস্ট্রির বর্তমান শোচনীয় অবস্থায় এ ধরনের বিতর্কের কোনো প্রয়োজন নেই। সিমির সঙ্গে কথা বলে হঠাৎ তার এই অভিযোগের কারণ জানার চেষ্টা করব, তারপর পরবর্তী সিদ্ধান্ত নেব।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট