বাংলাদেশ শিল্পকলা একাডেমি চলতি বছরের জুলাইয়ের গণঅভ্যুত্থান নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় এই আয়োজনটি অনুষ্ঠিত হবে আগামীকাল সন্ধ্যা ৬টায় শিল্পকলার নন্দনমঞ্চে। অনুষ্ঠানের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আওয়াজ উডা’। জুলাইয়ে ছাত্র আন্দোলন শুরু হলে র্যাপার হান্নান হোসাইন শিমুল ‘আওয়াজ উডা’ শিরোনামের একটি গান পরিবেশন করেছিলেন, যা প্রচারের পর তাকে গ্রেপ্তার করা হয়। সরকারবিরোধী সেই আন্দোলনকে ঘিরে ৪০টির বেশি গান রচিত হয়েছে।
অনুষ্ঠানে হান্নান, আদিবাসী গানের দল এফ মাইনরসহ আরও অনেকে সংগীত পরিবেশন করবেন। বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আশরাফুল অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত তাহীর জামান প্রিয়র মা শামসী আরা জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ এবং স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।