দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। বর্তমানে তিনি নতুন গান এবং দেশ-বিদেশের স্টেজ শো নিয়ে ব্যস্ত। বিশেষ করে আগের সরকারের আমলে বিভিন্ন স্থানে কালো তালিকাভুক্ত ছিলেন তিনি, তবে এখন স্বাধীনভাবে গান করতে পারছেন বলে নিজেই জানিয়েছেন। এবার মানুষের মন রক্ষা, লাইফস্টাইলসহ নানা বিষয়ে বার্তা দিয়েছেন আসিফ।
নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে আসিফ বলেন, “মানুষ দাওয়াত দেয় ভালোবেসে, কেউ আবার শোডাউন করার জন্য। একটায় থাকে নিখাদ আন্তরিকতা, আরেকটায় থাকে এক টিকিটে দুই ছবি। আমি চেষ্টা করি অংশগ্রহণ করার, কারও মন ভাঙতে ইচ্ছা করে না। তবে সবার মন রক্ষা করার মতো হারকিউলিসও আমি না। ইউরোপ সফরে দাওয়াত নিয়ে বিপদে পড়েছিলাম। বিপি-কোলেস্টেরল সংক্রান্ত খাবার আমার জন্য বিষ। দাওয়াতে এসব খাবারই খেতে হয়, একপর্যায়ে সব দাওয়াত বাতিল করতে বাধ্য হয়েছি। বলেছি, যারা আমাকে দাওয়াত দেয় তারা যেন প্রকারান্তরে আমাকে হত্যা করতে চায়।”
তিনি আরও জানান, শৈশবে ছাদ থেকে পড়ে যাওয়ার কারণে তার শারীরিক অবস্থা কিছুটা ভিন্ন। তিনি বলেন, “বিপি, কোলেস্টেরল-টিজি আমার শত্রু হয়ে দাঁড়ায়, এখন যেমন হয়েছে। আমার ডাক্তার বন্ধু সৈয়দ আরিফ বলেছে, খাবার এবং মেজাজ নিয়ন্ত্রণ না করলে আমি মরব না, প্যারালাইজড হয়ে যাব। আমার বড় ভয় এখানেই।”
তিনি বলেন, “আওয়ামী জাহেলিয়াতের পতনে দীর্ঘদিন পর কাজের সুযোগ এসেছে, এখন শুধু কাজ করব। চাওয়া-পাওয়ার অনুরোধের আসর শেষ, এটি পরিবারসহ সবক্ষেত্রেই প্রযোজ্য। ছোটবেলায় মুরব্বিরা বলতেন, মানুষ না খেয়ে মরে না, খেয়েই মরে। রিচ ফুড জীবন সংহার করে, এতে সন্দেহ নেই। সুখের চেয়ে শান্তি ভালো—আমার কাছে মৃত্যু হচ্ছে সুখ, সুস্থতা হচ্ছে শান্তি। বাকিটা পছন্দের ব্যাপার।”