দ্যা নিউ ভিশন

এপ্রিল ২০, ২০২৫ ০৮:৫০

সালমানের পর এবার হুমকি পেলেন বিক্রান্ত মেসি

একের পর এক হুমকি পাচ্ছেন সুপারস্টার সালমান খান, এবং এ পরিস্থিতিতে বলিউডের পরিবেশ বেশ থমথমে। এর মধ্যে এবার হত্যার হুমকি পেয়েছেন অভিনেতা বিক্রান্ত মেসি। তার আসন্ন সিনেমা ‘দ্য সবরমতী রিপোর্ট’ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ২০০২ সালের গোধরা-কাণ্ডের প্রেক্ষাপটে এই সিনেমাটি তৈরি করা হয়েছে। বিক্রান্তের দাবি, ছবিটি সম্পূর্ণ সঠিক তথ্যের ওপর ভিত্তি করে নির্মিত। তিনি বলেন, “একের পর এক হুমকি বার্তা পাচ্ছি আমরা। পুরো টিম বিষয়টি দেখছে এবং একযোগে সামাল দেওয়ার চেষ্টা করছে। আমরা শিল্পী, আমরা কেবল গল্প বলি, ছবিটি পুরোপুরি তথ্যভিত্তিক।”

 

অভিনেতা আরও বলেন, “এই ছবি এখনও মুক্তি পায়নি, তাই আগে থেকেই কোনো ধারণা তৈরি করা ঠিক হবে না।” ছবির ঝলক মুক্তির পর বিক্রান্তকে প্রশ্ন করা হয়, কেন তিনি এমন একটি বিতর্কিত বিষয়ভিত্তিক ছবিতে অভিনয় করতে রাজি হলেন। বিক্রান্তের হয়ে উত্তর দেন ছবির প্রযোজক একতা কাপুর। তিনি বলেন, “এই ঘটনার সূত্রপাত কীভাবে হয়েছিল, তা নিয়ে বিশদ আলোচনা হয়নি, তাই সেই দিকটাই তুলে ধরা হয়েছে এবং পুরোপুরি তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। কোনো পক্ষের মতামত এখানে স্থান পায়নি।”

 

একতা আরও বলেন, “এই ছবিতে কোনো ধর্ম বা সম্প্রদায়কে আঘাত করা হয়নি। এটি একজন গল্পকারের দক্ষতা। আমি কোনো দলের সঙ্গে যুক্ত নই এবং কোনো রাজনীতিবিদের পরামর্শও নিইনি।” ধীরজ শর্মা পরিচালিত এই ছবিতে রাশি খান্না ও ঋধি ডোগরাও রয়েছেন। সিনেমাটি ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী