সংগীত পরিচালক ও গান বাংলা চ্যানেলের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের গ্রেপ্তারের খবরটি সোমবার থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বেশিরভাগ নেটিজেনই এই ঘটনায় উচ্ছ্বসিত, তবে সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী বিষয়টি সহজে মেনে নিতে পারেননি। তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
একটি ফেসবুক পোস্টে ঐশী লেখেন, “ছোট জীবনে অনেক কিছু দেখেছি। অন্যায় করে দিন দিন রাজ্যের মতো জীবন কাটাতে দেখেছি, আবার নিরপরাধ মানুষকে কারাগারে যেতে দেখেছি। আমি তাপস ভাইয়াকে ১০ বছর ধরে চিনি। এই ১০ বছরে তাকে শুধু গান নিয়ে বড় স্বপ্ন দেখতেই দেখেছি। নিজের জন্য না, মিউজিক ইন্ডাস্ট্রিকে স্বপ্ন দেখার সাহসও দিয়েছেন। সংগীতাঙ্গন বদলানোর মতো উদ্যোগ নেওয়া এমন পাগলামি আর কেউ করেছে কি? এটাই ছিল তার ভুল। উনি তো রাজনৈতিক কেউ ছিলেন না।”
ঐশী আরও লেখেন, “সাংস্কৃতিক মানুষকে রাজনৈতিক বানানো হয়েছে শুধুমাত্র প্রতিহিংসার কারণে। মিউজিক নিয়ে এত অ্যাগ্রেসিভ কাউকে আমি কখনো দেখিনি।” তিনি বলেন, “যদি সত্যকে জেতাতে চান, তাহলে সঠিক তথ্য বের করে মানুষের সামনে উপস্থাপন করুন, যদি সাহস থাকে। সব রহস্য উন্মোচন করে দিন। ভিত্তিহীন মজা তো অনেক হল। আল্লাহ্র ওয়াস্তে, এবার সত্যকে জেতার সুযোগ দিন! নাহলে বৈষম্যই তো হয়ে যাবে। লাভটা কী হলো তখন?”