দেশের শীর্ষ নায়ক শাকিব খানের ‘দরদ’ আগামী ১৫ নভেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে। ছবিতে তিনি ‘দুলু মিয়া’ চরিত্রে অভিনয় করছেন। পাশাপাশি, প্রযোজনা প্রতিষ্ঠান ২০টি দেশে ছবিটির মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করেছে। ছবির পরিচালক অনন্য মামুন গত রোববার এ তথ্য জানান। তিনি বলেন, ‘দরদ’ ছবিটি ১৪৯ মিনিট দৈর্ঘ্যের এবং এটি একসঙ্গে ২০ দেশে মুক্তি পাবে। ছবিটি একটি রোমান্টিক সাইকোথ্রিলার, যেখানে শাকিব খানকে একটি নতুন রূপে দেখা যাবে। পরিচালক জানান, এটি একটি প্যান ইন্ডিয়ান সিনেমা, যা চারটি প্রযোজনা প্রতিষ্ঠানের সহযোগিতায় নির্মিত হয়েছে।
শাকিব খান গত বছরের অক্টোবরে ‘দরদ’ ছবির শুটিং করেন। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, জাকির হোসাইন, ফারহান খান রিও, তানভীর তারেক ও বিশ্বজিৎ চক্রবর্তী।
ছবির সাউন্ডট্রাকে গান গেয়েছেন বালাম, কোনাল, নোবেল ও ইমরান, এবং এখানে তিনটি হিন্দি গানও রয়েছে। হিন্দি গানগুলোর কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ, রাজ বর্মণ ও মোহাম্মদ ইরফান।
‘দরদ’ ছবির কাহিনী revolves around a series of murders involving influential figures in India’s Varanasi, with the suspicion falling on Dulu Mia. গল্পটি যত এগোবে, ততই জটিলতা সৃষ্টি হবে, যেখানে আবেগ এবং প্রেমের অদ্ভুত মিশ্রণ তৈরি হবে। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট জানিয়েছে, বাংলাদেশের পাশাপাশি ২০ দেশে ছবিটি মুক্তি পাবে।