গত শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হচ্ছিল নাটক ‘নিত্যপুরাণ’। কিন্তু এক পক্ষের বিক্ষোভের কারণে নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধ করতে বাধ্য হন আয়োজকরা। এই ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। শিল্পকলার মহাপরিচালক জানিয়েছেন, পরিস্থিতির কারণে তিনি নাটক বন্ধ করতে বাধ্য হয়েছেন। এদিকে, ‘নিত্যপুরাণ’-এর প্রযোজনা প্রতিষ্ঠান দেশ নাটকও এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। রোববার রাতে দলটির পক্ষ থেকে মাসুম রেজার স্বাক্ষরিত এক বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, একজন সদস্যের ফেসবুক পোস্টের সূত্র ধরে জাতীয় নাট্যশালার মূল গেটে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা দর্শকদের নাটকের হলে প্রবেশে বাধা দেয় এবং টিকিট কেড়ে নিয়ে হামলা চালায়। নাট্যাঙ্গনের কয়েকজন সিনিয়র সদস্য এবং মহাপরিচালক তাদের সঙ্গে কথা বলার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
কিন্তু নাটক যখন প্রায় শেষের দিকে, তখন জানা যায় যে মূল গেটে পুনরায় বিক্ষোভের চেষ্টা চলছে এবং তারা গেট ভাঙার উদ্যোগ নেয়। তারা নাট্যশালায় আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেয়, ফলে মহাপরিচালক প্রদর্শনী বন্ধ করার সিদ্ধান্ত নেন। এই ঘটনায় দেশ নাটকের সদস্যরা অত্যন্ত হতাশ এবং তারা দর্শকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। তারা ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন এবং বলেন, মঞ্চ নাটকের সবচেয়ে আনন্দের মুহূর্ত হলো দর্শকদের অভিবাদন গ্রহণ করা, কিন্তু সেটি করতে না পারার কষ্ট তারা বহন করতে প্রস্তুত নন।