দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:২৪

শিল্পকলার মহাপরিচালক জানিয়েছেন, আওয়ামী দোসরদের বিশৃঙ্খলার কারণেই নাটক বন্ধ করা হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ জানিয়েছেন, আওয়ামী দোসরদের বিশৃঙ্খলার কারণেই শিল্পকলার নাটক বন্ধ করতে হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজনের একটি পোস্ট থেকে এই পরিস্থিতির উদ্ভব হয় বলে উল্লেখ করে তিনি বলেন, দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে নাটক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার (৩ নভেম্বর) সকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এসময় তিনি বলেন, “সংস্কৃতি চর্চার ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতি শঙ্কার।”

 

তবে, তিনি আরও জানান, সংস্কৃতি চর্চার আন্দোলনে এই ছোটখাট প্রতিকূলতাকে পরাজয় হিসেবে না দেখে বৃহত্তর সংগ্রামের একটি অংশ হিসেবে দেখতে হবে। তিনি সংস্কৃতি চর্চার ধারাবাহিকতায় দৃঢ় থাকার আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে ড. সৈয়দ জামিল আহমেদ দর্শক ও সংস্কৃতিপ্রেমী সকলকে পাশে থাকার আহ্বান জানান। এছাড়া দায়িত্ব নেওয়ার পর গত দুই মাসে নেয়া বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন।

 

এর আগে শনিবার, দেশ নাটকের সিনিয়র সদস্য এহসানুল আজিজ বাবুর ছাত্র আন্দোলনবিরোধী পোস্টের কারণে আন্দোলনকারীরা ক্ষুব্ধ হয়ে নাটক প্রদর্শনের খবর শুনে শিল্পকলার বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নাটক বন্ধের নির্দেশ দেন মহাপরিচালক।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট