শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দেশ নাটক দলের প্রদর্শনী চলার সময় একটি পক্ষের আপত্তির কারণে প্রদর্শনীটি বন্ধ করে দেওয়া হয়। দর্শকদের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে নাটক বন্ধের নির্দেশ দেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। এই ঘটনাটি জাতীয় নাট্যশালার মঞ্চে ঘটে। সৈয়দ জামিল আহমেদ জানান, কিছু উত্তেজিত জনতা জাতীয় নাট্যশালার গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করছিলেন এবং নাটক বন্ধের দাবি জানাচ্ছিলেন। তিনি বলেন, “অনেক চেষ্টা করেছি তাদের বোঝানোর জন্য, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাটক বন্ধের সিদ্ধান্ত নিতে হয়েছে।”
এর আগে বিকেল থেকেই বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কিছু ব্যক্তি নাট্যশালার মূল ফটকের বাইরে অবস্থান নেন এবং নাটক বন্ধের দাবি জানান। জানা যায়, দেশ নাটক দলের সিনিয়র সদস্য এহসানুল আজিজ বাবুর ছাত্র আন্দোলনবিরোধী পোস্টের কারণে আন্দোলনকারীরা তার ওপর ক্ষুব্ধ ছিলেন, যা এই পরিস্থিতির সৃষ্টি করে।