দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৭:৩৭

“কপিলের শোতে রবীন্দ্রনাথকে নিয়ে ঠাট্টা করার জন্য আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন শ্রীজাত।”

“বলিউডের পর্দায় বাংলা ভাষা বা সংস্কৃতিকে খাটো করে দেখানো নতুন কিছু নয়। সম্প্রতি ‘ভুলভুলাইয়া ৩’-এ বাঙালি ভূত ‘মঞ্জুলিকা’ চরিত্র নিয়ে নেটপাড়ার একাংশ আপত্তি তুলেছিল, তাদের প্রশ্ন, ‘বাঙালিরা কালাজাদু করে’—এই ধারণা কবে যাবে? এবার কাঠগড়ায় ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। হাস্যরসের খাতিরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে মশকরা করা হয়েছে, যেখানে শোয়ের সঞ্চালক এবং উপস্থিত তারকারাও ঠাট্টা করেন।

 

কবিগুরুর ‘একলা চলো রে’ গানটির কথা ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপনার জন্য প্রতিবাদ জানিয়েছেন লেখক ও গীতিকার শ্রীজাত। এ প্রেক্ষাপটে কপিল শর্মার শোয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি দীর্ঘ একটি পোস্টে লেখেন, ‘দিন সাতেক সময় দিলাম। ক্ষমা না চাইলে কপিলের শোয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করব।’ ইতোমধ্যে বিশিষ্ট আইনজীবীর সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি।

 

তিনি বলেন, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ দর্শক মহলে খুব জনপ্রিয়। কন্টেন্ট এবং কমেডিয়ান কপিল শর্মার সঞ্চালনা নিয়ে অনুরাগীরা প্রশংসা করলেও, সেই শোতেই রবি ঠাকুরকে অপমান করা হয়েছে। বাংলা ভাষা ও সংস্কৃতি কি সবসময়ই খোরাক? উল্লেখ্য, দিন পাঁচেক আগে নেটফ্লিক্সে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর একটি নতুন পর্ব সংযোজিত হয়, যেখানে অতিথিদের মধ্যে কাজল ও কৃতী স্যানন উপস্থিত ছিলেন। ওই পর্বের মাঝামাঝি সময়ে কপিলের এক সহকারী শিল্পী ক্রুষ্ণা অভিষেক কাজলকে বাঙালি হিসেবে শনাক্ত করে রবীন্দ্রনাথের গানটি নিয়ে মশকরা করতে থাকেন।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী