দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১০:৪৮

সৌদি আরবে নিষিদ্ধ দুটি বলিউড সিনেমা।

মুক্তির আগেই ভারতীয় হিন্দি সিনেমা ‘ভুলভুলাইয়া ৩’ এবং ‘সিংহম এগেইন’ নিয়ে বক্স অফিসে তুমুল লড়াই চলছে। দুটি সিনেমাই অগ্রিম বুকিংয়ে রেকর্ড সৃষ্টি করেছে। তবে সৌদি আরব সরকার এই দুই সিনেমাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। মুক্তির ঠিক আগের দিন, বৃহস্পতিবার, সৌদি প্রশাসন জানায় যে ‘সিংহম এগেইন’ ও ‘ভুলভুলাইয়া ৩’ সৌদি আরবে মুক্তি পাবে না। জানা গেছে, এই দুই সিনেমা দেশটির রিভিউ কমিটি পর্যালোচনা করেছে এবং তাদের মতে, সিনেমাগুলোর মধ্যে হিংসা এবং যৌনতার উপস্থিতি রয়েছে, যা ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। এই কারণেই সিনেমাগুলোকে সৌদি আরবে নিষিদ্ধ করা হয়েছে।

 

এছাড়া, দক্ষিণী সিনেমা ‘আমরণ’কেও একইভাবে নিষিদ্ধ করা হয়েছে। ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমার টিকিটের চাহিদা খুবই উচ্চ, মুক্তির প্রথম দিনেই দর্শক উপস্থিতি ব্যাপকভাবে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। দর্শকদের চাহিদার কারণে মেট্রো শহরগুলিতে ‘ভুলভুলাইয়া ৩’র টিকিট চড়া দামে বিক্রি হচ্ছে। বক্স অফিসের হিসাব অনুযায়ী, কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি অভিনীত এই সিনেমা ইতিমধ্যেই ১ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। অন্যদিকে, অগ্রিম বুকিংয়ে ‘সিংহম এগেইন’ অনেকটা পিছিয়ে, অজয় দেবগণের এই ছবিটি ২৫ লাখ টাকার বেশি ব্যবসা করেছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট