দ্যা নিউ ভিশন

এপ্রিল ৩, ২০২৫ ১৪:০৬

হতবাক বিদ্যা

কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসক হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বলিউডের অনেক তারকা। তবে অভিনেত্রী বিদ্যা বালান এই বিষয়ে প্রথমে চুপ ছিলেন। সোমবার ‘ভুলভুলাইয়া ৩’ ছবির প্রচারে কলকাতায় গিয়ে তিনি হতাশা প্রকাশ করে বলেন, “আমি সত্যিই হতবাক। কলকাতা ও পশ্চিমবঙ্গ এমন জায়গা, যেখানে নারীদের সম্মান দেওয়া হয়। আমি এখানে বহুবার এসেছি এবং ভালোবাসা পেয়েছি। এই শহর আমার মায়ের শহর, কিন্তু এ ধরনের ঘটনা শুনে আমি চমকে উঠেছি। এটি আমার জন্য একটি বড় ধাক্কা; কতটা আঘাত পেয়েছি, তা বোঝাতে পারবো না।”

 

‘ভুলভুলাইয়া ৩’ শুক্রবার মুক্তি পাবে, যেখানে প্রায় ১৭ বছর পর ‘মঞ্জুলিকা’ চরিত্রে দেখা যাবে বিদ্যা বালানকে। তিনি কালো পোশাকে সজ্জিত হয়ে কার্তিক আরিয়ানকে নিয়ে কলকাতায় আসেন এবং সাংবাদিকদের সঙ্গে বাংলাতেই কথা বলেন, কার্তিককেও বাংলার কিছু শেখালেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী