সকল মানুষের জীবনে কোনো না কোনো স্বপ্ন থাকে। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার এবং কেউ আবার অভিনেতা-অভিনেত্রী হতে চায়। আজ আমরা আলোচনা করবো এক অভিনেত্রী আনিকা তাবাসুমের সম্পর্কে, যিনি তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয় স্পর্শ করতে চান।আনিকা তাবাসুম বলেন, “আমার ছোটবেলায় আমি ব্যক্তিগতভাবে কনফিউজড এবং হতাশ ছিলাম, এবং কিছু না করার মতো মনোভাব ছিল। তখন কেউ আমার সাথে মিশতো না, সবাই আমাকে উপেক্ষা করতো, আর আমি বারবার ভেঙে পড়তাম। পড়াশুনায় ভালো ফলাফল করতে পারতাম না। তবে আমার মা ও বাবার ভালোবাসা ছিল আমার শক্তি। একদিন স্কুলে খেলাধুলার একটি প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করি এবং অপ্রত্যাশিতভাবে প্রথম স্থান অর্জন করি। এতে আমার মা অনেক খুশি হন, এবং সেই খুশির মুহূর্ত থেকেই আমার অনুপ্রেরণা শুরু হয়।”
আনিকা আরও জানান, তিনি উত্তরায় মাইলস্টোন কলেজে পড়াশোনা করেছেন এবং বর্তমানে ইডেন মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। পাশাপাশি, তিনি বাস্কেটবলে অংশগ্রহণ করেন এবং বাংলাদেশ বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছেন।
অভিনয় নিয়ে তার আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। তিনি স্কুল ও কলেজের বিভিন্ন অনুষ্ঠানে নাচ ও নাটক করেছেন। তার স্বপ্ন ছিল অভিনয়ে পেশাদার হওয়া। তিনি বলেন, “আমি অভিনয় নিয়ে পড়াশোনা করেছি এবং মঞ্চে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছি। অভিনয়ে আমার প্রস্তুতি এবং অধ্যবসায় আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।”
বর্তমান সময়ে, তিনি বিদ্যাসভা নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান চালাচ্ছেন, যেখানে তিনি পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদান করছেন। তার লক্ষ্য তাদের জন্য গুণগত মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।
আনিকা বলেন, “আমি টেলিভিশন মিডিয়াতে কাজ করে কিছু অভিজ্ঞ নির্মাতার সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আমি সৃজনশীল কাজের মাধ্যমে মানুষের মনে একটি স্থায়ী স্থান করে নিতে চাই। আমি একজন শিল্পী হতে চাই এবং মানুষের জন্য কাজ করতে চাই।”
তিনি এখন পর্যন্ত ১২টি টেলিভিশন ধারাবাহিকে এবং ৪০টিরও বেশি নাটকে কাজ করেছেন। তার কাজের মধ্যে রয়েছে ‘কাজলরেখা’, ‘গরম মশল্লা’, ‘রুবি হত্যা’, ‘টুইন ভিলেজ’ এবং ‘ফ্যামিলি প্রবলেম’। এছাড়া, তিনি তিনটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
এভাবেই আনিকা তার স্বপ্নের পথে এগিয়ে চলছেন, একজন আদর্শ অভিনেত্রী হিসেবে নিজের জায়গা তৈরি করার লক্ষ্যে।