ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশি খান্নার অভিনয়ে আসার কোনো ইচ্ছা ছিল না, তবে এখন তিনি বলিউডে সফলভাবে কাজ করছেন। ছোটবেলা থেকেই পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস ছিলেন রাশি, এবং তিনি ইউপিএসসি পরীক্ষায় অংশ নিয়ে আইএএস কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু ভাগ্য পরিবর্তন করে তিনি অভিনয়ে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন।
স্কুলের সময় তিনি গায়িকা হতে চেয়েছিলেন, তবে পরে পড়াশোনার প্রতি আরও আগ্রহী হয়ে ওঠেন এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি পরীক্ষায় ভালো ফল করেন। এরপর দিল্লির কলেজ থেকে পড়াশোনা শেষ করার পর তিনি একটি বিজ্ঞাপন সংস্থায় যুক্ত হন, যেখানে বিভিন্ন বিজ্ঞাপনে তাকে অভিনয় করতে দেখা যায়। ২০১৩ সালে সুজিত সরকারের পরিচালনায় ‘মাদ্রাজ ক্যাফে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন রাশি।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, অভিনয়ে আসার কোনো পরিকল্পনা ছিল না; ভাগ্য তার জন্য এক নতুন পথ খুলে দেয়। এরপর একের পর এক সিনেমায় কাজ করতে থাকেন। যদিও তার ক্যারিয়ার বলিউডে শুরু হয়েছিল, তবে তিনি পরে দক্ষিণী ছবির জগতে প্রবেশ করেন। ২০১৪ সালে একটি তেলুগু ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে পরবর্তীতে তেলুগু ছবিতে নিয়মিত হয়ে ওঠেন। এখন তিনি বলিউডেও সক্রিয়।