একসময় পর্দায় নিয়মিত উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে কিছুদিন পর তিনি অভিনয় থেকে বিরতি নেন এবং রাজনীতিতে যোগ দেন। ২০১২ সালে ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু হয়, এবং প্রথম সিনেমাতেই তিনি ব্যাপক প্রশংসা পান। অল্প সময়ের মধ্যেই ঢালিউডে নিজস্ব স্থান তৈরি করে ফেলেছিলেন মাহি, এবং প্রযোজক-পরিচালকরা তার সঙ্গে নিয়মিত কাজ করার স্বপ্ন দেখতেন।
তবে অনেকেই বলছেন, মাহি তার লক্ষ্যে পৌঁছানোর পথে ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আবার কিছু লোক মনে করেন, যদি তিনি অভিনয়ে মনোযোগ দেন তবে তিনি ভালো সিনেমা উপহার দিতে সক্ষম হবেন। তবে বর্তমানে মাহি কোন পথে হাঁটছেন, তা পরিষ্কার নয়।
রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার চেষ্টা করলেও, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে তিনি সফল হতে পারেননি। রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে মাহি বলেছেন, “এখন আমার পরিচয় শুধুই শিল্পী। আমি এখন শুধুই একজন অভিনেত্রী।”
গতকাল ছিল মাহিয়া মাহির জন্মদিন। এই দিনটি তিনি ছেলে ফারিশের সঙ্গে কেক কেটে উদ্যাপন করেছেন। তিনি জানান, “আমি আসলে কখনই জন্মদিন উদ্যাপন করি না। তবে ফারিশ আছে, তাই ওর সঙ্গে একটু সময় কাটাচ্ছি।”