দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২১:৩৭

মোশাররফের নানা রূপ

নিজের দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন ধরনের চরিত্রে দেখা মিলেছে মোশাররফ করিমের। তবে এবার তিনি প্রথমবার অভিনয় করেছেন একটি অ্যান্থলজি সিরিজে। সিরিজটির নাম ‘আধুনিক বাংলা হোটেল’, যা হ্যালোইন উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে। মোশাররফ করিম দেশীয় খাবারের সঙ্গে কিছু ভৌতিক উপাদান যুক্ত করে দর্শকদের জন্য নতুন কিছু উপহার দিতে চলেছেন।

 

এই সিরিজটি তিন সপ্তাহে তিনটি পর্বে বিভক্ত, যেখানে থাকবে তিন রকম বাংলা ভয়ের গল্প। প্রথম পর্ব ‘বোয়াল মাছের ঝোল’ মুক্তি পাবে ৩০শে অক্টোবর রাত ১২টায়। ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজী আসাদ, এবং এটি শরীফুল হাসানের ছোট গল্প থেকে নেওয়া হয়েছে।

 

সিরিজের নামেই লুকিয়ে আছে তার রহস্য। মোশাররফ করিম এখানে নানারূপে হাজির হবেন এবং তিনি জানান, খাবারের নামের সঙ্গে সম্পর্কিত যে গল্পগুলি তৈরি হয়েছে, তা তার কল্পনারও বাইরে ছিল। দর্শকরা সিরিজটি দেখে অত্যন্ত বিস্মিত হবেন বলে দাবি করেছেন তিনি। অভিনেতার মতে, সিরিজে তার চরিত্রগুলোতে দেখা এবং অদেখার একটি মিশ্রণ রয়েছে, যার কিছু বৈশিষ্ট্য আমাদের চারপাশের মানুষের মধ্যেই পাওয়া যায়, আবার কিছু বৈশিষ্ট্য পুরোপুরি অদেখা।

 

এছাড়া সিরিজের বিভিন্ন পর্বে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শিল্পী সরকার অপু, একে আজাদ সেতু, নিদ্রা নেহাসহ আরও অনেকেই।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ