মিডিয়া সাধারণত আংশিক সত্য উপস্থাপন করে, আর মানুষ সেটাই বিশ্বাস করে—এমন অভিযোগ করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন, যা মিডিয়ার বর্তমান চিত্র তুলে ধরে। ওই ছবির সঙ্গে তিনি লিখেছেন, “এটা একটি খুবই শক্তিশালী ছবি। মিডিয়া শুধুমাত্র আংশিক সত্য দেখায় এবং মানুষ যা দেখে, তার ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেয়। তারা পুরো সত্য জানার চেষ্টা করে না।”
তিনি আরও বলেন, “আমরা এমন একটি কঠিন সময়ে বসবাস করছি, যেখানে সবকিছুর প্রমাণ প্রয়োজন। যদি তোমার কাছে কোনো প্রমাণ না থাকে, তাহলে কেউ তোমাকে বিশ্বাস করবে না। আর যদি প্রমাণ থাকে, তবে সেটাও কেউ দেখতে চাইবে না, কারণ এটি বিতর্কিত বা আকর্ষণীয় নয়।”
মিডিয়াকর্মীদের উদ্দেশ্যে ফারিণ বলেন, “আল্লাহ্ আপনাদের হৃদয়কে সততার দ্বারা পূর্ণ করুন, যাতে করে কোনো মিথ্যা গল্প বা কাহিনী বিক্রি করে টাকা উপার্জনের প্রয়োজন না হয়।”