মালয়ালম অভিনেতা জয়াসুরিয়ার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করেছেন দুই অভিনেত্রী, সোনিয়া মালহার ও মিনু মুনির।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জয়াসুরিয়া আজ রোববার এক বিবৃতিতে অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং পাল্টা আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। কেরালার হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কে হেমার নেতৃত্বে গঠিত হেমা কমিটির এক প্রতিবেদনে দক্ষিণ ভারতের মালয়ালম চলচ্চিত্র শিল্পে নারীদের যৌন হয়রানির বিষয়টি প্রকাশ্যে এসেছে। এই প্রতিবেদন প্রকাশের পর কেরালায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে, এবং অনেক ভুক্তভোগী অভিনেত্রী তাঁদের অভিজ্ঞতা শেয়ার করতে শুরু করেছেন। এর ফলে কেরালা সরকার ‘মি টু’ আন্দোলনের প্রেক্ষিতে একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে, যেখানে জয়াসুরিয়া, চিত্রপরিচালক রঞ্জিতসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
জয়াসুরিয়া তাঁর বিবৃতিতে লিখেছেন, “আমি আইনি পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার আইনজীবীদের দল বিষয়টি নিয়ে কাজ করছে। যাঁরা বিবেকহীন, তাঁদের জন্য এমন মিথ্যা অভিযোগ তোলা সহজ। মিথ্যা অভিযোগের মুখোমুখি হওয়া এক ধরনের হয়রানি; আশা করি তাঁরা এই অনুভূতিটি বুঝতে পারবেন।” তিনি আরও বলেন, “মিথ্যা সব সময় সত্যের চেয়ে দ্রুত ছড়ায়, কিন্তু আমি বিশ্বাস করি সত্যের জয় হবেই। আমাদের বিচারব্যবস্থায় আমার পূর্ণ আস্থা রয়েছে।”