দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৪০

বিরতি ভেঙে নার্গিস

২০১১ সালে ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে মার্কিন-ভারতীয় অভিনেত্রী নার্গিস ফাখরির। এরপর তিনি ‘মাদ্রাজ ক্যাফে’, ‘হাউজফুল থ্রি’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন। একযুগেরও বেশি সময় ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছেন এই অভিনেত্রী, তবে তার এই যাত্রা মোটেও সহজ ছিল না। শুরুতে হিন্দি ভাষা জানতেন না তিনি, যা তাকে ভারতে আসার পর চ্যালেঞ্জের মুখোমুখি করে। নতুন পরিবেশ এবং ভাষার অভাবে জীবনের প্রতিটি বাঁকে নতুন নতুন রহস্যের সম্মুখীন হতে হয়েছে তাকে।

 

সম্প্রতি ৪৬ বছর বয়সে পা দিয়েছেন নার্গিস, এবং এই পর্যায়ে এসে ক্যারিয়ার ও জীবনবোধ নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, “জীবনের কোনো কিছুই ভুল নয়। জীবনটা শেখার একটি পাঠ। যদি আমি জাতিগতভাবে হিন্দি ভাষাভাষী হতাম, তবে বিষয়টি ভিন্ন হতে পারতো। তবে সবকিছু যেভাবে হয়েছে, তাতে আমি কৃতজ্ঞ ও আনন্দিত।” তিনি আরও বলেন, “বর্তমানে আমি যে অবস্থানে আছি, তা নিয়ে আমি সুখী ও পরিপূর্ণ।”

 

প্রসঙ্গত, নার্গিস ফাখরি বড় পর্দায় খুব একটা নিয়মিত নন। কিছু সময় বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, তবে এখন তিনি কাজে ফিরেছেন। ২০২৩ সালে তার অভিনীত সর্বশেষ ছবি ‘শিব শাস্ত্রী বালবো’ মুক্তি পেয়েছে। বর্তমানে তার হাতে দুটি সিনেমার কাজ রয়েছে, যার মধ্যে ‘হাউজফুল-৫’ সিনেমার কাজ নিয়ে তিনি এখন ব্যস্ত।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট