দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৪৯

ঢাকায় আতিফের কনসার্টের জন্য এখনও স্টেডিয়ামের অনুমতি মেলেনি।

চলতি বছরের এপ্রিলে ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে পারফর্ম করেন পাকিস্তানের এবং বলিউডের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। আগামী ২৯ নভেম্বর ফের বাংলাদেশে আসছেন তিনি। আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন এই সংগীতশিল্পী। কনসার্টটি বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে আয়োজন করছে ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’। কনসার্টের জন্য ৩৭ দিন বাকি থাকলেও ইতিমধ্যে আতিফ আসলামের কনসার্টের সব টিকিট সোল্ড আউট হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রিপল টাইম কমিউনিকেশনের ম্যানেজিং ডিরেক্টর প্রীতম দে। তিনি জানান, নিরাপত্তা নিশ্চিত করার জন্য ধারণ ক্ষমতার চেয়ে কম টিকিট বিক্রি করা হয়েছে এবং বর্তমানে কোনো টিকিট পাওয়া যাবে না।

 

এদিকে, ঢাকার যে স্টেডিয়ামে এই কনসার্টের প্রচারণা চালানো হচ্ছে, সেখানে এখনো অনুমতি মেলেনি। একটি সূত্রে জানা গেছে, অনুষ্ঠান আয়োজক কর্তৃপক্ষ অনুমতির জন্য আবেদন করেছে এবং দাপ্তরিক কাজ চলছে। তবে এখনও আর্মি স্টেডিয়ামের অনুমতি তাদের দেওয়া হয়নি। কনসার্টে আতিফের সঙ্গে পারফর্ম করার কথা রয়েছে আরেক পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতালের।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট