নিরাপদ সড়কের দাবিতে দীর্ঘদিন ধরে ‘নিরাপদ সড়ক চাই’ নামে একটি সংস্থা পরিচালনা করছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সড়কের বিভিন্ন সমস্যা এবং পরিবহন মালিকদের অরাজকতা নিয়ে কথা বলে তিনি একাধিকবার সরকারদলীয় লোকদের সঙ্গেও ঝামেলায় জড়িয়েছেন। মঙ্গলবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেন এবং জানান, সাবেক সংসদ সদস্য ও দুই মেয়াদের নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হয়েছে।
অভিনেতা বলেন, “নিরাপদ সড়ক চাই আন্দোলন করতে গিয়ে আমাকে শাজাহান খান ও তার সহযোগীদের মতো মাফিয়াচক্রের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। শুধু তাই নয়, তারা আমার ছবির উপর জুতা নিক্ষেপ করেছে এবং ঝাড়ু দিয়ে পিটিয়েছে।”
তিনি জানান, সম্প্রতি তার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে ইলিয়াস কাঞ্চন রাজনীতির সঙ্গে যুক্ত। এই অভিনেতা স্পষ্ট জানান, তিনি কখনোই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তবে, তার দীর্ঘদিনের আন্দোলনের ফলে আজ সরকারিভাবে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালিত হচ্ছে। তিনি বলেন, “একদল মানুষ বলছে আমি আওয়ামী লীগের লোক। কিন্তু দেশবাসী জানে আমি কোনোদিন রাজনীতির সঙ্গে যুক্ত হইনি। যদি তারা মনে করে আমি আওয়ামী লীগের কেউ, তাহলে তারা আমাকে গ্রেপ্তার করুক এবং তাদের ক্ষমতা দেখাক। তবে অপপ্রচার চালানো বন্ধ করুক।”