দ্যা নিউ ভিশন

এপ্রিল ১৭, ২০২৫ ২১:১৮

সরব দোলা

চানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে পেশাদার গায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন আসিয়া ইসলাম দোলা। এরপর অনেক সময় গানে কাটিয়ে বর্তমানে নতুন গান ও স্টেজ শো নিয়ে সক্রিয় রয়েছেন। সম্প্রতি তিনি জুলাইয়ের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়ায় একটি শো শেষে দেশে ফিরে এসেছেন। সামনে লন্ডনে তার একটি শো রয়েছে; ৯ ও ১০ নভেম্বর তিনি ‘লন্ডন বাংলা বুক ফেয়ার’-এ পারফর্ম করবেন।

 

দোলা জানান, বর্তমানে দেশে শোয়ের সংখ্যা খুব কম। তিনি বলেন, “দেশের পরিস্থিতির কারণে এখন শো খুব কম হচ্ছে। তবে সামনেই কনসার্টের মৌসুম আসছে, পুরো মৌসুমে শো নিয়ে ব্যস্ত থাকতে হয়। আশা করছি, শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং শো আয়োজনের কাজও সহজ হয়ে যাবে।”

 

এদিকে, দোলা নিয়মিতভাবে তার চ্যানেলে মৌলিক গান ও কাভার গান প্রকাশ করছেন। ইতিমধ্যে তার বেশ কিছু মৌলিক গান তৈরি হয়েছে, যা নির্দিষ্ট সময় পর প্রকাশ করা হবে। সম্প্রতি তিনি হিন্দি সিনেমা ‘দেভারা’র ‘চুতামাল্লে’ গানটি কাভার করেছেন এবং এটি দ্রুতই ভিডিওসহ প্রকাশ করবেন। দোলা বলেন, “আমি ভালো কাজ করার চেষ্টা করছি। স্টেজের পাশাপাশি নতুন গান তৈরি করছি এবং কাভার গানও করছি। আমি এমন কিছু মৌলিক গান করতে চাই, যা মানুষ দীর্ঘদিন মনে রাখবে।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী