দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ০৮:২৩

সেরা দশে স্থান করে নিয়েছেন শুধু নিলয় ও হিমি।

আজ রাতে ট্রেন্ডিংয়ের শীর্ষ ৯টি স্থানে দখল করেছে শর্টস, এবং ১০ নম্বরে রয়েছে নাটক ‘বংশগত জমিদার’। হাসিব হোসাইনের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল হিমি। ট্রেন্ডিংয়ের শীর্ষ দশে কেবল এই নাটকটিই স্থান পেয়েছে।

 

১৫ অক্টোবর এনএএফ এন্টারটেইনমেন্টের চ্যানেলে মুক্তি পাওয়া এ কমেডি নাটকটি নিয়ে মন্তব্যের ঘরে দর্শকরা বেশ প্রশংসা করেছেন। একজন দর্শক লিখেছেন, ‘হিমি আর নিলয় জুটি পুরাই আগুন…।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘নিলয় ভাইয়া ও হিমি আপুর জুটি অসম্ভব ভালো লাগে।’

 

এ ছাড়া ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষ ২০-এ আরেকটি নাটক, ‘বেক্কল বউ ২’, জায়গা করে নিয়েছে। আদিবাসী মিজানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তন্ময় সোহেল ও মানসী প্রকৃতি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী