দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১৫:৪৬

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে সাদিয়া ইসলাম লিজার আলোচিত নাটক ‘ভূতের ভয়

অভিনেত্রী সাদিয়া আয়মান সম্প্রতি ওয়েব সিনেমা *‘বিভাবরী’* এর প্রচারণায় অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন। গেল সোমবার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে সাদিয়া জানান, তার সঙ্গে অলৌকিক কিছু ঘটছে এবং একটি কালো ছায়া তাকে অনুসরণ করছে! লাইভের মাঝপথে তিনি আতঙ্কিত হয়ে কান্নাকাটি শুরু করেন, যা দেখে অনেকেই মনে করেছিলেন, তিনি সত্যিকারের বিপদে আছেন। কিন্তু পরে জানা যায়, এটি ছিল তার নতুন ওয়েব সিনেমা *‘বিভাবরী’* এর প্রচারণার অংশ। অবশেষে, সাদিয়ার সেই *’ভূতের ভয়’* নাটকের রহস্য ফাঁস হতে চলেছে।

 

ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে থেকে কিছুটা ইঙ্গিত দিয়ে জানানো হয়েছে, *‘বিভাবরী’* এর গল্প revolves around নীতু নামের এক মেয়ে, যে গ্রাম থেকে শহরে এসে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সংগ্রাম করছে। ডে কেয়ার সেন্টারে বেবিসিটার হিসেবে কাজ করে নীতু এবং থাকে শহরের প্রান্তের পুরোনো একটি হোস্টেলে। সাম্প্রতিক সময়ে হোস্টেলে ফেরার পথে অদ্ভুত কিছু শব্দ এবং অনুভূতি তাকে ভীত করে তোলে। বাড়তি আয়ের জন্য অনলাইনে বেবিসিটার হিসেবে কাজ শুরু করলেও, একদিন শহরের আরেক প্রান্ত থেকে কল পেয়ে নতুন একটি কাজ করতে গেলে নীতুর জীবনে ঘটে যায় অস্বাভাবিক ঘটনা।

 

অনীশ দাসের রচনায় এবং টিটো রহমানের পরিচালনায় এই ভৌতিক ঘরানার সিনেমায় নীতু চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। এছাড়াও এতে অভিনয় করেছেন ইরেশ যাকের, ফারিহা শামস সেউতি, রোজী সিদ্দিকী এবং রিফাহ নাজিবা।

 

নির্মাতা টিটো রহমান বলেন, “বাংলাদেশে প্যারানরমাল বা ভূতের গল্প নিয়ে অনেক কম কাজ হয়েছে এবং যেগুলো হয়েছে, সেগুলোর মান উন্নত ছিল না। আমরা চেষ্টা করেছি সত্যিকারের ভূতের গল্প তুলে ধরার, যেমনটা বাইরের দেশে হয়। বাজেট এবং টেকনোলজির সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।”

 

‘বিভাবরী’ শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে’তে মুক্তি পাবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট