দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:৫৭

এইচএসসি ফল বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষাবোর্ডে তালা ঝুলিয়েছে

এইচএসসি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে আবারও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে অকৃতকার্য শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় শিক্ষার্থীরা বোর্ডের সামনে বিক্ষোভ শুরু করে। এ সময় বোর্ডের চেয়ারম্যান ও কর্মকর্তারা তাদের বোঝানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা বোর্ডের মূল গেটে তালা লাগিয়ে দেন, যার ফলে বোর্ডের চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তারা প্রায় ২ ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় থাকেন।

 

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা সকাল ১১টার দিকে টাউন হল মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে বোর্ডের দিকে রওনা হয়। সেখানে পৌঁছে তারা ঘোষিত ফলাফল বাতিল করে এসএসসির ফলাফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে নতুন ফলাফল ঘোষণার দাবি জানায়। দুপুর ২টার দিকে তারা বোর্ডের মূল গেটে তালা লাগায় এবং বিকেল ৪টা পর্যন্ত তা তালাবদ্ধ থাকে। পরে তালা খুলে দেওয়া হয়।

 

আন্দোলনরত শিক্ষার্থী তানিয়া আক্তার জানান, তাদের দাবি ন্যায্য হলেও বোর্ড কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের কথা বলে দাবি মেনে নিচ্ছে না এবং টালবাহানা করছে। শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

 

এর আগে সোমবার শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে ১৫ অক্টোবর প্রকাশিত ফলাফলকে ত্রুটিপূর্ণ ও বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা বাতিল করার এবং এসএসসির ফলাফলের ভিত্তিতে নতুন ফলাফল তৈরি করার দাবি জানানো হয়। রবিবারও শিক্ষার্থীরা একই দাবিতে শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করে এবং সেদিনও বোর্ডের চেয়ারম্যানসহ কর্মকর্তারা অবরুদ্ধ ছিলেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় রাত ১০টার দিকে তারা বোর্ড ত্যাগ করেন।

 

কোতোয়ালী মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান জানান, কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।

 

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু তাহের বলেন, শিক্ষার্থীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন সিদ্ধান্ত না আসা পর্যন্ত বোর্ড থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। পরে শিক্ষার্থীদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট