সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী প্রধান শিক্ষক পদের সৃষ্টি করা হচ্ছে। নতুন এই পদে শিগগিরই নিয়োগ দেওয়া হবে। ১৬ অক্টোবর, জনপ্রশাসন মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে এ পদের সৃষ্টিতে সম্মতি জানিয়ে চিঠি পাঠিয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৯,৫৭২ জন সহকারী প্রধান শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে আগামী ছয় মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়কে ৬৫,৫৬৬টি সহকারী প্রধান শিক্ষক পদের প্রস্তাব দিয়েছিল, তবে যাচাই-বাছাই শেষে ৯,৫৭২টি পদের অনুমোদন দেওয়া হয়েছে। যেসব স্কুলে শিক্ষার্থী সংখ্যা ২৫০ এর বেশি, সেখানে এ পদে নিয়োগ দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে জানানো হয়েছে যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১ আগস্টের স্মারকের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পদগুলো সৃষ্টির অনুমোদন দেওয়া হলো। তবে কয়েকটি শর্তও আরোপ করা হয়েছে।
শর্তগুলো হলো:
1. অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা ও বাস্তবায়ন অনুবিভাগের সম্মতি সহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
2. প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ নিতে হবে।
3. প্রয়োজনে প্রধান উপদেষ্টার অনুমোদন নিতে হবে।
4. পদ সৃষ্টির আগে সংশ্লিষ্ট মন্ত্রীর অনুমোদন নিতে হবে।
5. সৃষ্ট পদগুলো পদোন্নতিযোগ্য হওয়ায় সেগুলোকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালায় অন্তর্ভুক্ত করতে হবে।
6. পদ সৃষ্টির আদেশের একটি কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে পাঠাতে হবে।
7. মঞ্জুরিপত্রে আরোপিত শর্তগুলো অবশ্যই উল্লেখ করতে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ে আগে এই পদ ছিল না। নতুন পদ হওয়ায় এর যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি, বেতনসহ অন্যান্য বিষয় নির্ধারণ করতে প্রস্তাব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা জনপ্রশাসনে পাঠানো হবে। মন্ত্রণালয়গুলোর বৈঠকের পর নিয়োগবিধি চূড়ান্ত করা হবে। বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হতে পারে জানতে চাইলে তিনি বলেন, নিয়োগবিধি চূড়ান্ত হওয়ার পর দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা করা হবে। আশা করা যাচ্ছে, আগামী ছয় মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে।