দ্যা নিউ ভিশন

এপ্রিল ৯, ২০২৫ ০৬:৩৯

উৎসবমুখর পরিবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন

উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিবছর ২০ অক্টোবর কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দিনটি “জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস” হিসেবে উদ্‌যাপিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল “বিপ্লবে বলীয়ান নির্ভীক জবিয়ান”। দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন, পায়রা ও বেলুন ওড়ানো, র‌্যালি, এবং চারুকলা ও চিত্র প্রদর্শনী।

 

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আলোচনা সভা আয়োজিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে “জুলাই বিপ্লব-২০২৪”-এর থিমকে ধারণ করে মনোমুগ্ধকর পরিবেশনা অনুষ্ঠিত হয়।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিশ্ববিদ্যালয় চত্বরে ছিল উৎসবের আমেজ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী