দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২৩:৪০

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অটো পাসের দাবির মুখে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি আগামীকাল সোমবার পদত্যাগ করবেন। আজ রবিবার রাত ৮টা ২০ মিনিটে তিনি গণমাধ্যমকে এই তথ্য জানান। অধ্যাপক তপন কুমার সরকার বলেন, “শিক্ষার্থীরা আমার পদত্যাগ চেয়েছে। আমি পদত্যাগ করলে যদি তারা আন্দোলন স্থগিত করে, তাহলে আমি পদত্যাগ করব। আগামীকাল আমার পদত্যাগপত্র জমা দেব।”

 

এদিকে, আজ সকাল ১১টার দিকে ফেল করা শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে মিছিল করে এবং পরে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। দুপুর পৌনে ২টায় তারা তালা ভেঙে বোর্ডের ভেতরে প্রবেশ করে এবং চেয়ারম্যানের কক্ষে ভাঙচুর চালানোর অভিযোগ রয়েছে।

 

এ সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে, এতে ১১ জন আহত হন, যার মধ্যে কয়েকজন ছাত্রীও রয়েছেন। শিক্ষার্থীদের দাবি, হামলায় বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা জড়িত ছিলেন। তারা এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

এ পরিস্থিতিতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের অনুরোধ করছে এবং রাতে ফিরে যাওয়ার জন্যও তাদের বলা হচ্ছে। তবে শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার কথা জানিয়ে দিয়েছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ