দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২১:৩২

**ভিক্টর ক্লাসিকের ১২ বাস আটকে দিলেন জবি শিক্ষার্থীরা**

এক ছাত্রীকে হয়রানির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা রাজধানীর ভিক্টর ক্লাসিক পরিবহনের ১২টি বাস থামিয়ে দিয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের কাছে বাসগুলো আটকানো হয়। ফার্মেসি বিভাগের ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে যৌন হয়রানির অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ভিক্টর ক্লাসিকের বাস মালিকদের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে বিকেল সাড়ে ৪টার দিকে বাসগুলো মুক্ত করা হয়।

 

অভিযোগকারী ছাত্রী জানান, “গত ১৪ অক্টোবর নতুনবাজার থেকে সদরঘাট যাওয়ার জন্য ভিক্টর ক্লাসিকের বাসে আমি আমার ছোট বোনসহ উঠি। পুরো ভাড়া পরিশোধ করার পর গুলিস্তান এসে বাসটি সদরঘাট যাবে না বলে জানায়। পরে গুলিস্তান থেকে সদরঘাট আসার ভাড়ার টাকা চাইলে বাসের হেল্পার আমাকে হয়রানি করতে শুরু করে। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিলেও হেল্পার বলে, ‘ভাড়া ফেরত দেব না, কী করতে পার, কর।’ এছাড়াও সে আমাকে বিভিন্ন হয়রানিমূলক কথা বলে।”

 

ছাত্রীটি আরও বলেন, “গতকাল স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর যৌন হয়রানির একটি পোস্ট দেখে আমরা আমাদের ঘটনার অভিজ্ঞতা শেয়ার করি এবং আজ এসে অভিযোগ করেছি।”

 

বাস থামিয়ে দেওয়ার খবর পেয়ে ভিক্টর ক্লাসিকের মালিকপক্ষের মোহাম্মদ দুলাল ও শাহ আলম গোপালসহ অন্যান্যরা বিশ্ববিদ্যালয়ে আসেন। তারা ঘটনার বিষয়ে জানার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং তিন দিনের সময় নিয়ে একটি মুচলেকা দেন।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ তাজ্জামুল হক বলেন, “মালিকপক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি। তাদের তিন দিনের সময় দেওয়া হয়েছে। যদি অভিযুক্ত হেল্পারকে হাজির না করেন, তবে ভিক্টর ক্লাসিকের সমস্ত বাস বন্ধ করে দেওয়া হবে এবং ওই হেল্পারকে প্রশাসনিকভাবে আইনের আওতায় এনে বিচার করা হবে।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ