এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বেসরকারি কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠেছে। পাশাপাশি, জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সামনে এ ঘটনা ঘটে। মঙ্গলবার থেকে এমপিওভুক্তির দাবিতে এই শিক্ষকরা মাউশির সামনে বিক্ষোভ করছিলেন। বৃহস্পতিবার তৃতীয় দিনের কর্মসূচিতে অংশ নিতে গেলে পুলিশের লাঠিচার্জে তাঁদের আন্দোলন ভঙ্গ হয়। শিক্ষকদের আন্দোলনের সমন্বয়ক মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, ‘আমরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছিলাম। কিন্তু পুলিশ এসে কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে আমাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ২০ জন শিক্ষক আহত হয়েছেন।’
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সভাপতি নেকবর হোসেন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ। ১৫০–২০০ জন শিক্ষক দীর্ঘক্ষণ সড়ক অবরোধ করে রাখেন। অনুরোধ সত্ত্বেও তাঁরা সড়ক ছাড়েননি, তাই পুলিশ তাঁদের সরিয়ে দেয়।