দ্যা নিউ ভিশন

এপ্রিল ১০, ২০২৫ ১৮:৪৮

সাত কলেজের সব বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের ২০২৩ সালের অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। শিক্ষার্থীরা ২১ অক্টোবর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাত কলেজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের অনার্স বিভিন্ন বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষায় যেসব শিক্ষার্থী এখনো ফরম পূরণ করতে পারেননি, তাঁরা ২১ অক্টোবর পর্যন্ত ফরম পূরণের সুযোগ পাবেন। কলেজ কর্তৃক ফরম ভেরিফিকেশনের প্রক্রিয়াটি যথাযথভাবে সম্পন্ন করার জন্য এই সময়সীমা বাড়ানো হয়েছে। তবে, সঠিক সময়ে পরীক্ষা আয়োজনের স্বার্থে ২১ অক্টোবরের পর আর ফরম পূরণের সুযোগ থাকবে না। তাই কলেজগুলোকে নির্ধারিত সময়ের পর কোনো বিলম্ব আবেদন গ্রহণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী