দ্যা নিউ ভিশন

এপ্রিল ১৯, ২০২৫ ০৯:০৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এক ও দুই বছরের প্রফেশনাল এমবিএ প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য আবেদন করা যাচ্ছে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) এক ও দুই বছর মেয়াদি প্রফেশনাল এমবিএ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন প্রক্রিয়া চলছে এবং এর শেষ তারিখ ১৭ অক্টোবর।

 

**প্রোগ্রামের মেজর ক্ষেত্রসমূহ:**

– মানবসম্পদ ব্যবস্থাপনা

– মার্কেটিং

– হিসাবরক্ষণ ও তথ্য সিস্টেম

– অর্থনীতি ও ব্যাংকিং

 

**আবেদনের যোগ্যতা:**

– সিজিপিএ ২.৫০ সহ চার বছরের বিবিএ ডিগ্রিধারীদের জন্য এক বছর মেয়াদি।

– অন্য গ্র্যাজুয়েটদের জন্য দুই বছর মেয়াদি।

– মৌখিক পরীক্ষায় গ্রহণযোগ্য স্কোর থাকতে হবে।

 

**আবেদন প্রক্রিয়া:**

আবেদন ফরম [এখানে](http://www.bou.ac.bd) পাওয়া যাবে অথবা অনলাইন আবেদনপত্রের লিংক পেতে admissions.sok@gmail.com ঠিকানায় মেইল করতে হবে। আবেদন ফি হিসেবে জনতা ব্যাংক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা, গাজীপুরের ‘Evening MBA Central (online A/c) No. 0100018803865’ অ্যাকাউন্টে এক হাজার টাকা জমা দিতে হবে।

 

**মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান:**

– **ঢাকা ক্যাম্পাস:** ১৮ অক্টোবর ২০২৪, বিকেল ৪টায়, ৪/ক, গভ. ল্যাবরেটরি স্কুল রোড, ধানমন্ডি, ঢাকা।

– **গাজীপুর ক্যাম্পাস:** ১৮ অক্টোবর ২০২৪, সকাল ৯টায়।

 

**নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশের তারিখ:** ২০ অক্টোবর ২০২৪।

**বিস্তারিত তথ্যের জন্য:** [www.bou.ac.bd](http://www.bou.ac.bd)

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী