দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:৩৩

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে একাদশের শিক্ষার্থী নূশরাত ইসলাম।

দারুণ খেলে হ্যাটট্রিক করেন মেসি

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৪-এর জন্য মনোনীত হয়েছে বাগেরহাট জেলার নূশরাত ইসলাম তৃষা। তিনি সমাজসেবামূলক সংগঠন প্রজাপতি স্কোয়াডের প্রতিষ্ঠাতা এবং সাবেক শিশু সাংবাদিক। নেদারল্যান্ডসের কিডস রাইটস ফাউন্ডেশন তাকে বাল্যবিবাহ বন্ধে তার কাজের জন্য এই পুরস্কারের জন্য মনোনীত করেছে।একাদশ শ্রেণিতে অধ্যয়নরত নূশরাত ইসলাম ১০ বছর বয়স থেকে হ্যালো ডট বিডিনিউজের শিশু সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। সেখানে সাংবাদিকতা শেখার পাশাপাশি তিনি নিজের ও তার বয়সী শিশুদের অধিকার সম্পর্কে ধারণা লাভ করেন।

 

হ্যালো ডট বিডির মাধ্যমে নূশরাত ইউনিসেফের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছেন, এবং তিনি “কুপিং উইথ কোভিড-১৯” শিরোনামে দুটি সিরিজেও যুক্ত ছিলেন। এক সময় তিনি লক্ষ্য করেন, তার দেশের কন্যাশিশুরা বাল্যবিবাহ, খেলার সুযোগের অভাবসহ নানা বৈষম্যের শিকার হচ্ছে। অনেক পরিবার মেয়েদের বোঝা মনে করে দ্রুত বিয়ে দিয়ে দেয়, এবং অনেক কন্যাশিশু জানে না যে বাল্যবিবাহ থেকে মুক্তি পাওয়াও তাদের অধিকার।

 

এই পরিস্থিতি থেকে শিশুদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য একটি দলের প্রয়োজন অনুভব করে নূশরাত ২০২৩ সালের ২ জানুয়ারি “প্রজাপতি স্কোয়াড” নামক সংগঠন গঠন করেন। তার দল প্রত্যন্ত অঞ্চলের স্কুলে গিয়ে বাল্যবিবাহের কুফল ও এটি বন্ধে করণীয় সম্পর্কে শিশুদের সচেতন করে, এবং তাদের জানায় যে বাল্যবিবাহ না করা প্রত্যেক শিশুর অধিকার।

 

নূশরাত ইসলাম বাগেরহাট সদর উপজেলার খারদ্বার এলাকায় জন্মগ্রহণ করেন এবং বর্তমানে বাগেরহাটের সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত।

 

প্রসঙ্গত, শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও অসহায় অবস্থায় থাকা শিশুদের সুরক্ষায় কাজের জন্য প্রতিবছর ‘কিডস রাইটস’ নামের একটি সংগঠন এই পুরস্কার দেয়। ১২ থেকে ১৮ বছর বয়সী শিশুরা এই পুরস্কারের জন্য আবেদন করতে পারেন। ২০০৫ সালে রোমে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের এক সম্মেলন থেকে এই সম্মানজনক পুরস্কার চালু করা হয়। প্রতিবছর একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই পুরস্কার হস্তান্তর করেন, তাই এটি ‘শিশুদের নোবেল’ হিসেবেও পরিচিত।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট