দ্যা নিউ ভিশন

এপ্রিল ১৯, ২০২৫ ০৮:৫৫

এইচএসসি পরীক্ষার ফলাফলে যদি কেউ অসন্তুষ্ট হন, তারা পুনর্নিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। এর জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যারা ফলাফল নিয়ে অসন্তুষ্ট, তারা পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন। এই আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামীকাল বুধবার (১৬ অক্টোবর) এবং চলবে ২২ অক্টোবর পর্যন্ত। আন্তশিক্ষা বোর্ড আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন, যার ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ঘোষিত ফলাফলে দেখা যায়, ৯টি সাধারণ, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সব বোর্ডে মোট ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন জিপিএ-৫ পেয়েছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী