এই বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৭৭.৭৮ শতাংশ, আর ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৯২ হাজার ৩৬৫ জন। সেই হিসেবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৫৩ হাজার ৫৪৬ জন বেড়েছে। যদিও পাসের হার কিছুটা কমেছে, শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এবছর ১ হাজার ৩৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তৈরি করা সারসংক্ষেপ থেকে এই তথ্য জানা গেছে।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ৩০ জুন। সাতটি পরীক্ষার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ায় পরীক্ষা স্থগিত করা হয়। পরে ১১ আগস্ট এবং পুনরায় ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলেও, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পরীক্ষা বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ।
পরে সিদ্ধান্ত হয় যে, যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে, সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে। আর যেসব বিষয়ে পরীক্ষা হয়নি, সেগুলোর ফলাফল এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে প্রকাশ করা হবে। বিষয় ম্যাপিংয়ের নীতিমালা অনুযায়ী, এসএসসিতে যেসব বিষয়ে শিক্ষার্থীরা নম্বর পেয়েছিলেন, সেগুলো এইচএসসিতে সংশ্লিষ্ট বিষয়ের নম্বর হিসেবে গণ্য করা হয়েছে।