চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে মঙ্গলবার। বেলা ১১টায় সারাদেশের শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাবোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। এছাড়া ঘরে বসেই ফল জানা যাবে।
শিক্ষার্থীরা কীভাবে ফল জানতে পারবেন, সে সম্পর্কে একটি বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা উল্লিখিত যে কোনো পদ্ধতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের ফলের শিট ডাউনলোড করতে পারবেন। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলো হচ্ছে www.dhakaeducationboard.gov.bd, www.educationboardresults.gov.bd এবং www.eduboardresults.gov.bd। এখানে Result কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক ফলের শিট ডাউনলোড করা যাবে এবং রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে ফলের শিটও ডাউনলোড করা যাবে। Android ফোনে বোর্ডের অ্যাপ থেকেও ফল পাওয়া যাবে। এছাড়া পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করে ফল জানতে পারবেন।
যেকোনো অপারেটরের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC<>Board Name (প্রথম ৩ অক্ষর) <> Roll <> Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। যেমন, বরিশাল শিক্ষা বোর্ডের জন্য: HSC<>Bar<>Roll<>2023 এবং 16222 নম্বরে পাঠাতে হবে। ফলাফল প্রকাশের সাথে সাথে প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফল পৌঁছে যাবে।
এবার ১১টি বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছে সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী। পরীক্ষা শুরু হয় ৩০ জুন। তবে বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা শুরু হয় ৯ জুলাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে কিছু পরীক্ষা স্থগিত হওয়ার পর ১১ সেপ্টেম্বর থেকে বাকি পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ২০ আগস্ট শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বাকি পরীক্ষা বাতিল করে সরকার।