দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৪৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তনে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে আগ্রহী শিক্ষার্থীরা ২৪ অক্টোবর পর্যন্ত সমাবর্তনের রেজিস্ট্রেশন করতে পারবেন। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে সমাবর্তন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

### যাঁরা অংশগ্রহণ করতে পারবেন:

– ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জনকারী প্রার্থীরা।

– ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারী প্রার্থীরা।

– ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এমফিল, এমডি ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী প্রার্থীরা।

– ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জনকারী এবং ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী প্রার্থীরা স্নাতক/স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর যেকোনো একটির জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

 

### রেজিস্ট্রেশন–সংক্রান্ত তথ্য:

– ১০ থেকে ২৪ অক্টোবর রাত ১২টার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট [convocation.ru.ac.bd](http://convocation.ru.ac.bd) এর মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন এবং ফি প্রদান করতে হবে।

– রেজিস্ট্রেশন ফি ৫,০০০ টাকা (মূল সনদ, সমাবর্তন গাউন, টুপি, স্যাষে ও আনুষঙ্গিক ফি বাবদ) হবে। উল্লেখ্য, সমাবর্তনের কস্টিউম ফেরত দিতে হবে না।

– রেজিস্ট্রেশন ফির জন্য মোবাইল ব্যাংকিংয়ের (রকেট) মাধ্যমে নির্ধারিত ওয়েবসাইটে প্রদান করতে হবে। ফি প্রদানের Transaction ID (TrxID) সংরক্ষণ করতে হবে।

– ছবি অবশ্যই সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন (৩০০ x ৪০০ পিক্সেল) হতে হবে।

– ফরমটি যথাযথভাবে পূরণ করার পর প্রাপ্ত PDF–এর রঙিন প্রিন্ট নিতে হবে।

 

সমাবর্তন অনুষ্ঠানে যোগদানের সময় অবশ্যই সাময়িক সনদ (যদি উত্তোলন করে থাকেন) এবং রেজিস্ট্রেশন ফরমের রঙিন প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। সাময়িক সনদ জমা দেওয়ার পর মূল সনদ প্রদান করা হবে। দ্বাদশ সমাবর্তন এবং রেজিস্ট্রেশন বিষয়ক বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট [ru.ac.bd](http://ru.ac.bd) থেকে জানা যাবে।

 

এর আগে ১৭ জুলাই ছিল রেজিস্ট্রেশনের শেষ তারিখ। সমাবর্তন অনুষ্ঠানটি ২৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ২০২৩ সালের ১ নভেম্বর সমাবর্তনের তারিখ নির্ধারণ হলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট