দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করার জন্য নতুন নীতিমালা প্রকাশ করা হয়েছে। এই নীতিমালার আওতায়, প্রতি শাখায় ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে এবং প্রথম শ্রেণিতে ভর্তি হতে হলে শিক্ষার্থীর বয়স ৬ বছরের বেশি হতে হবে।গতকাল (৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এই নীতিমালা অনুযায়ী, ২০২৫ শিক্ষাবর্ষে দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ে এই নিয়মগুলো অনুসরণ করতে হবে।
### শিক্ষার্থীর বয়স নির্ধারণ:
– প্রথম শ্রেণিতে ভর্তি হতে হলে শিক্ষার্থীর বয়স ৬ বছরের বেশি হতে হবে। পরবর্তী শ্রেণিতে বয়সের বিষয়টি ধারাবাহিকভাবে প্রযোজ্য হবে।
– ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।
– বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বয়স নির্ধারণে সর্বোচ্চ ৫ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া হবে।
### কোটা সংরক্ষণ:
– ঢাকা মহানগরের সরকারি বিদ্যালয়সংলগ্ন ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০% কোটা সংরক্ষিত থাকবে।
– মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার জন্য ৫% কোটা রাখা হবে।
– ষষ্ঠ শ্রেণিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ১০% কোটা থাকবে।
– বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২% কোটা সংরক্ষিত হবে।
### ভর্তি কার্যক্রম:
– ভর্তি কার্যক্রম সম্পাদনের জন্য বিভিন্ন স্তরে ভর্তি কমিটি গঠন করা হয়েছে।
– ডিজিটাল লটারি অনুষ্ঠানের তারিখ ও আবেদন ফি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নির্ধারণ করবে।
### ভর্তি পছন্দক্রম:
– শিক্ষার্থীরা সর্বোচ্চ ৫টি বিদ্যালয়ে ভর্তির পছন্দক্রম দিতে পারবে।
### অনলাইনে আবেদন:
– ভর্তি আবেদন ফি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে।
### ডিজিটাল লটারি ও ফলাফল:
– আবেদন প্রক্রিয়া শেষে ডিজিটাল লটারি মাধ্যমে শ্রেণিভিত্তিক শিক্ষার্থী নির্বাচন করা হবে।
এসব নীতিমালা প্রয়োগের সময় কোনো অস্পষ্টতা দেখা দিলে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনা মোতাবেক তা নিষ্পত্তি করা হবে।